দেব চৌধুরীর ইসলাম গ্রহণ, যা বললেন রিয়াসাদ আজিম


October 2/yfyf yfyu fyufu.jpg

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ।

ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি।

যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

এদিকে, দেব চৌধুরী ইসলাম গ্রহণ করায় তাকে স্বাগত জানিয়েছেন আরেক ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেব চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সহকর্মী দেব চৌধুরী ইসলাম কবুল করেছেন, কালিমা পাঠ করেছেন। শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম।

আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন, সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন।’

তিনি বলেন, ‘তার মুখ দিয়ে কালিমা বের হয়েছে। অন্তরে বিশ্বাস করেছেন। আল্লাহ এর উসিলায় আমার ভাইকে আপনি আগের সব গুনাহ মাফ করে রাসুল (সা.) এর উম্মত হিসেবে কবুল করেন'।

তিনি আরো বলেন, ‘আমার ভাই জানিয়েছেন, তিনি ইসলাম কবুল করার আগেই তার বাসায় তিনটা বাংলা ট্রান্সলেটেড কোরআন আছে। তার মানে তিনি আগে থেকেই ইসলাম সম্পর্কে অবগত। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করেন। আমিন।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×