টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা অর্জন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৮:০৮ পিএম, ২৭ জানুয়ারী ২০২৫

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও শেষ হয়নি। তবে, তার আগেই একটি সুখবর পেল বাংলাদেশ। এর আগের দুই চক্রে নবম স্থানে থেকে শেষ করেছিলো টাইগাররা। তবে, এবার নিজেদের সেরা অবস্থানে থেকে চক্র শেষ করেছে বাংলাদেশ।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে সোমবার (২৭ জানুয়ারি) পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ায়। দুই দলের কেউই সিরিজ না জেতায় পয়েন্টের শতাংশে বাংলাদেশের পেছনে পড়ে গেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর ক্রমতালিকা করা হয় পয়েন্টের শতাংশের ভিত্তিতে। যার মানে হচ্ছে, প্রতিটি দলের মোট ম্যাচের সঙ্গে অর্জিত পয়েন্ট ভাগ করা হয়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ তাদের ২০২৩-২৫ চক্র শেষ করে। যেখানে ১২ ম্যাচে বাংলাদেশের শতকরা পয়েন্ট দাঁড়ায় ৩১ দশমিক ২৫।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাতে থাকতে দরকার ছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি ড্র হওয়া। আর এটাই হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট জিতে ক্যারিবীয়রা তাদের টপকে আটে উঠেছে, আর নয় নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করল শান মাসুদের দল।
দুই বছর ধরে চলা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলে ফাইনাল। এ বছর সব ম্যাচ শেষ করার আগেই ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী জুনে লর্ডসে মুখোমুখি হবে এই দুই দল।