নতুনভাবে নির্ধারিত হচ্ছে সরকারি কর্মকর্তাদের সম্মানী


নতুনভাবে নির্ধারিত হচ্ছে সরকারি কর্মকর্তাদের সম্মানী

নিয়োগ ও পদোন্নতি সংশ্লিষ্ট কাজের জন্য সরকারি কর্মকর্তাদের সম্মানী ও পারিতোষিকের হার নতুন করে নির্ধারণ করেছে সরকার। সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নকারী প্রতি কর্মকর্তার জন্য ৬ হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির প্রতি সভার জন্য প্রতি সদস্যকে ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বোর্ডে বিশেষজ্ঞদের প্রতিদিনের সম্মানীও নির্ধারিত হয়েছে ৬ হাজার টাকা।

পূর্ণ লিখিত উত্তরপত্র মূল্যায়নের জন্য ১৩০ টাকা এবং অবজেকটিভ টাইপ উত্তরপত্রের জন্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাসংশ্লিষ্ট আপ্যায়ন ব্যয়ের আওতায় দুপুর বা রাতের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে, তবে নাশতা ভাতা অপরিবর্তিত রয়েছে।

পরীক্ষা পরিচালনায় সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ করে ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জনপ্রতি প্রতিদিন ১ হাজার ২০০ টাকা, ১০ম থেকে ১৬তম গ্রেডের জন্য ১ হাজার টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাতা মূল্যায়নে প্রতি খাতার জন্য ৫০ টাকা এবং পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান বা তার মনোনীত একজন সমন্বয়কারীকে ৩ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×