গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর: ট্রাম্প


গাজায় যুদ্ধবিরতি এখনও কার্যকর: ট্রাম্প

গাজায় ইসরায়েলের সামরিক হামলা চললেও সেখানে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যুদ্ধবিরতি কার্যকর কিনা; এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আছে।” তিনি জানান, হামাসের নেতৃত্ব যুদ্ধবিরতি লঙ্ঘনে জড়িত নয় বলে মনে করছেন তিনি। বরং তিনি দোষ দিয়েছেন কিছু বিদ্রোহীদের।

ইসরায়েল জানায়, রোববার হামাসের অবস্থানে হামলা চালানোর পর তারা গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে। তবে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, এসব হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জানায়, তারা হতাহতের তথ্য খতিয়ে দেখছে।

ট্রাম্প বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে। আপনারা জানেন, তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।”

এর আগে ৯ অক্টোবর ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস একটি শান্তি পরিকল্পনায় পৌঁছেছে। ওই চুক্তির অধীনে প্রথম পর্যায়ে বন্দি বিনিময় এবং ইসরায়েলি সৈন্যদের পিছু হটার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×