বিপিএলের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে 'নিউজ' করতে না করছেন আশরাফুল


November 16/bpl_bangladesh_ashraful_20250127_124638831.jpg

এবারের বিপিএল প্রায় শেষদিকে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে বিপিএলের উত্তেজনা ফের আসছে ঢাকায়। তবে টুর্নামেন্ট শেষদিকে এলেও এখনো ঠিকমতো পারিশ্রমিক পাননি বিভিন্ন দলের ক্রিকেটাররা। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলনও বর্জন করেছিলেন।

গতকাল (২৬ জানুয়ারি) পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন। পরে বিশেষ বিবেচনায়, দেশিদের নিয়ে রংপুরের বিপক্ষে খেলেন। এবাদে ঘটা করে উৎসবের বিপিএল হবে এবার জানিয়ে থাকেন বিসিবি থেকে। 

তবে টিকিট ইস্যু, বোর্ড প্রধানের সঙ্গে ক্রিয়া উপদেষ্টার প্রস সচিবের বির্তক। আছে স্পট ফিক্সিং সন্দেহের তির নানা ইস্যুতে এখন পর্যন্ত এগারতম আসর নিয়ে নানা সমালোচনা। বিতর্ক বিপিএলের মানকে প্রশ্নবিদ্ধ করে নিশ্চিত, তৈরি করে ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার না পাওয়ার শঙ্কাও। ব্যাপারগুলো নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

রাজশাহী ম্যাচ শেষে রংপুর রাইডার্সের এই সহকারী কোচ সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই হতাশাজনক। ১১তম আসরে এসে। আমি লাস্ট বিশ্বকাপ (ওয়ানডে) কাভার করতে ভারতে গিয়েছিলাম। আইপিএলের জন্য তারা নতুন নতুন স্টেডিয়াম তৈরি করেছে। আমরা ওই একই জায়গায় ট্রেনিং করি, একই জায়গায়। দেখা যায় যে খেলার দিন হেলমেট আসছে। প্ল্যানিংটা আরেকটু সুন্দর হলে ভালো হবে।’

বেতন সংক্রান্ত ইস্যুর পর গণমাধ্যমে খবর প্রকাশ হলে বেশ কয়েকজনের সমস্যার সমাধান হওয়ার কথা জানা যায়। আশরাফুলের তবুও সাংবাদিকদের কাছে আহ্বান, যেন এগুলো নিয়ে কম নিউজ করা হয়। তিনি বলেন, ‘বিপিএলের ১১তম আসরে এসে এটা অবশ্যই হতাশাজনক। তবে আমি গণমাধ্যমকে বলব, এই সংবাদগুলো আপনারা একটু কম করলে ভালো হয়। জানি আপনারা সংবাদ করলে অনেকে পারিশ্রমিক পায়। তবে আমার মতে এগুলো না করলেই ভালো।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×