রাজশাহীকে হারিয়ে দুইয়ে চিটাগাং


রাজশাহীকে হারিয়ে দুইয়ে চিটাগাং

আসরের মাঝপথে এসে দুর্বার রাজশাহীর অধিনায়ক হলেন তাসকিন আহমেদ। কিন্তু নেতৃত্বে অভিষেকটা তার ভালো হলো না। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় একশর আগেই অলআউট রাজশাহী। চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরেছে তাসকিনের দল।

ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৪ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রানের বেশি করতে পারেনি রাজশাহী।

এমন জয়ে আবারও পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে চিটাগাং। মোহাম্মদ মিঠুনরা পেছনে ফেলেছেন তামিম ইকবালের ফরচুন বরিশালকে।

১৯২ রানের লক্ষ্য তাড়ায় কে আগে ড্রেসিং রুমে ফিরবেন এমন প্রতিযোগিতায় নেমেছিলেন রাজশাহীর ব্যাটাররা। মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির রাব্বিরা যেন দাঁড়াতেই পারলেন না। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় রাজশাহীকে থামতে হয়েছে মাত্র ৮০ রানে। রায়ান বার্ল চোটে পড়ায় মোহরের বিদায়েই শেষ হয় রাজশাহীর ইনিংস।

এর আগে চিটাগাংয়ের ইনিংস ওপেন করতে নেমে আরও একবার ব্যর্থ হয়েছেন উসমান। পাকিস্তানের ব্যাটার ফেরার পর চিটাগংয়ের হাল ধরেন নাঈম ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটি ভেঙেছে রান আউটে। ছন্দে থাকা ইংলিশ ব্যাটারকে ফিরতে হয় ২৮ বলে ৪৫ রানের ইনিংস খেলে।

একটু পর অবশ্য হাফ সেঞ্চুরি করেন নাঈম। ৩৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। যদিও পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। লম্বা সময় পর বিপিএলে হাফ সেঞ্চুরি করা নাঈম আউট হয়েছেন ৫৬ রানে। পরবর্তীতে মিঠুনের ৩২ এবং হায়দার আলীর ২৫ রানের ইনিংসে ১৯১ রানের পুঁজি পায় চিটাগং।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×