৯১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার সাথে লড়ে হারল বাংলাদেশ


Jan 2025/Australia Ban.jpg

ব্যাটিংয়ের দুর্দশা চলছেই। ম্যাচের ফয়সালা তাই হয়ে যেতে পারত প্রথম ইনিংস শেষেই। কিন্তু, বোলাররা হাল ছাড়লেন না। ছোট পুঁজি নিয়েও লড়াই চলল তুমুল। জমে উঠল ম্যাচ। জয়ের সম্ভাবনাও তৈরি হলো এক পর্যায়ে। শেষ পর্যন্ত অবশ্য পারল না বাংলাদেশ। শেষের উত্তেজনায় কোনোরকমে জিতে গেল অস্ট্রেলিয়া।

উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে গেল বাংলাদেশ।

মালেয়েশিয়ায় সোমবার (২০ জানুয়ারি) ২০ ওভারে বাংলাদেশ তুলতে পারে ৯১ রান। অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে ম্যাচ জেতে চার বল বাকি থাকতে। অস্ট্রেলিয়ার এটি টানা দ্বিতীয় জয়। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতেছিল নেপালের সঙ্গে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভার থেকে উইকেট হারিয়েছে নিয়মিত গতিতে। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল দুজন ব্যাটার। ওপেনিংয়ে ১৩ বলে ১৩ রান করেন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের পাঁচ ব্যাটারের কেউ ১০ ছুঁতে পারেননি। ৪৭ রানে ৫ উইকেট হারানো দলকে এগিয়ে নেন আফিয়া আশিমা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে এক প্রান্ত আগলে কিছু রান বাড়ান তিনি। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে দুই চার ও এক ছক্কায় ২৯ রান করেন তিনি ৩৪ বলে।

অস্ট্রেলিয়ার রান তাড়া একটা সময় পর্যন্ত বেশ মসৃণ গতিতেই এগোচ্ছিল। দুই চার ও এক ছক্কায় ১৪ রান করে আউট হন ইনেস ম্যাককিওন। আরেক ওপেনার কেট পেলে ও তিনে নামা লুসি হ্যামিল্টন এগিয়ে যাচ্ছিলেন নিরাপদেই। এই জুটিতে পঞ্চাশ স্পর্শ করে দল। তবে এই জুটিভাঙার পর অস্ট্রেলিয়ানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। একের পর এক ব্যাটার আউট হন দ্রুত। ভালো খেলতে থাকা লুসি হ্যামিল্টন যখন ৩০ রানে এলবিডব্লিউ হন জান্নাতুল মাওয়ার বলে, অস্ট্রেলিয়ার রান তখন ৬ উইকেটে ৬৭। পরে আরও দুটি উইকেট আদায় করে নেয় বাংলাদেশ। তবে সাতে নামা এলা ব্রিস্কো (২২ বলে ১১*) উইকেটে পড়ে থেকে দলকে জিতিয়ে ফেরেন।

গ্রুপের শেষ ম্যাচে বুধবার (২২ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ৯১/৯ (সুবর্ণা ১৩, ছোঁয়া ৮, জুয়াইরিয়া ১, সাদিয়া ০, সুমাইয়া ৮, জান্নাতুল ৫, আফিয়া ২৯, সাদিয়া ৭, নিশিতা ০, হাবিবা ৬*; এইন্সওর্থ ৪-০-২৩-১, গিল ৪-০-১৮-১, ব্রে ৪-০-১৮-২, লারোসা ৪-০-১৯-২, উইলিয়ামসন ৪-০-১২-২)।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ১৯.২ ওভারে ৯২/৮ (পেলে ১৬, ম্যাককিওন ১৪, হ্যামিল্টন ৩০, ব্রে ০, লারোসা ১, গিল ১, ব্রিস্কো ১১, লায়ন্স ৯, এইন্সওর্থ ২*, উইলিয়ামসন ৩*; নিশিতা ৪-০-১৯-১, ছোঁয়া ৪-০-২৭-০, আনিসা ৪-০-১৮-১, হাবিবা ৩.২-০-১২-১, জান্নাতুল ৪-০-১৫-৩)।

ফল: অস্ট্রেরিয়া অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: লুসি হ্যামিল্টন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×