লা লিগায় ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা


November 16/barcelona_racism_20250119_114127061.jpg

আগের ম্যাচে লেগানেসের কাছে ১-০ গোলে হেরেছে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট ব্যবধান কমানোর সেই সুযোগ পরে আর লুফে নিতে পারেনি বার্সেলোনা। লা লিগায় ফিরেই তারা হোঁচট খেয়েছে। গেতাফের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। এবাদে গত রাতে বার্সা ডিফেন্ডার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন।

ম্যাচ শেষে মুভিস্টারকে বালদে বলেন, ‘এখানে ভক্ত-সমর্থকদের থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। এটা খুবই দুঃখজনক এবং এমনটা হওয়াই উচিত না। প্রথমার্ধে কী ঘটেছে, সেটা রেফারিকে বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগের প্রোটোকল চালু করেছেন। তবে আমি সঠিক জানি না যে কীভাবে এটা কাজ করবে।’

এদিন ৯ মিনিটে শুরুতে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন জুলস কুন্দে। লাভ হয়নি যদিও। প্রথমার্ধেই ৩৪ মিনিটে সমতা ফেরায় গেতাফে। গোল করেন মাউরো আরামবারি। তার পর আর প্রতিপক্ষের রক্ষণই ভাঙতে পারেনি। 

এই ড্রয়ে তিনে থাকা বার্সা শীর্ষে থাকা অ্যাতলেতিকোর চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে পড়েছে। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সা তিনে। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকো শীর্ষে। 

অথচ ২০২৪ সালের শেষ সপ্তাহে পড়তি পারফরম্যান্সের পর ভালোভাবে ফেরার বার্তা দিচ্ছিল তারা। জিতেছে স্প্যানিশ সুপার। নিশ্চিত করেছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল। তাতে সেরা ফর্মে ফেরার বার্তাই মিলছিল। কিন্তু বছরের প্রথম লিগ ম্যাচেই পয়েন্ট হারিয়ে বসেছে। দলটির কোচ হান্সি ফ্লিক অবশ্য এখনই আশা ছেড়ে দিচ্ছেন না, ‘এখনও শেষ হয়ে যায়নি। আমাদের হাতে কিছু ম্যাচ আছে। আগেও যেমন বলেছি, আমরা শেষ পর্যন্ত লড়াই করবো।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×