তামিমের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ক্রিকেটার


Jan 2025/Devid.jpg

চলমান বিপিএলে প্রত্যাশিত শুরুই পেয়েছে তারকাখচিত ফরচুন বরিশাল। আট ম্যাচ শেষে ভাল অবস্থানে রয়েছে দলটি। আর দলটির হয়ে গেল আসরের মত এবারও অধিনায়কত্ব করছেন তামিম ইকবাল। নতুন করে চলমান আসরে দলটিতে খেলতে এসেছেন বিদেশি ওপেনার ডেভিড মালান। আর বরিশাল দলে খেলতে এসে দারুণ প্রশংসা করেছেন অধিনায়ক তামিমের। 

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রামে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে, কে খেলছে না, কেন খেলছে না- এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিয়ে রাখে। দল খুশি, স্পিরিটও ভাল। এটা এমন একটা দল যা ভাল খেলোয়াড়ে ভরপুর। চট্টগ্রাম তামিমের চেনা, ব্যাপারটা আশা করি আমাদের সহায়তা করবে। তবে গত রাতের ম্যাচে দেখলাম চিটাগং কিংস প্রচুর দর্শকের সমর্থন পেয়েছে। তারা খুব ভালো দল, ভালো খেলছেও। তাই দর্শক সমর্থন ওদের পক্ষে থাকলে অবাক হব না।’

প্রথম দিকে দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া প্রসঙ্গে মালান বলেন, ‘আমাদের স্কোয়াড সত্যিই অনেক বড়। মনে হচ্ছে দলে ৫০ জন ক্রিকেটার। এত খেলোয়াড় থাকলে তাদের সুযোগ দেওয়া একটু কঠিন। সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। লোকালরা ব্যালেন্স ঠিক রাখছে, ব্যাপারটা খুব ভালো। (কাইল) মেয়ার্স বল করতে পারে, এজন্য সে প্রাধান্য পেয়েছে।’

মালান বিপিএলে জায়গা করে নেয়াটাকেই দেখছেন চ্যালেঞ্জ হিসেবে।

‘এখন একসাথে চারটা টুর্নামেন্ট চলছে। আপনি কখনই বেঞ্চে বসে থাকতে চাইবেন না। ব্যাপারটা হতাশাজনক। সেই দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটা হতাশার। আমাদের সামনে অন্য লিগে খেলারও সুযোগ ছিল। এটাই বাংলাদেশে চ্যালেঞ্জ। এখানে আপনাকে ভালো খেলে একাদশে জায়গা করে নিতে হবে।’
 
এরপরেই মালান যোগ করেন ‘জানি না এটা নিয়ে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিরা কীভাবে কাজ করছে। তবে নিজেদের সেরা খেলোয়াড়দের একাদশে জায়গা করে দেওয়া জরুরী। শুধু টাকার জন্য তো নয়, তারা খেলতে চায়। খেলাটা দলগত, দল চাইলেই সুযোগ হবে একাদশে। আশা করি, সামনে নিয়মিত খেলে দলে ভূমিকা রাখতে পারব।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×