গ্রাহামের সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ চিটাগংয়ের


গ্রাহামের সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে বড় সংগ্রহ চিটাগংয়ের

হোম ভেন্যুতে নিজেদের প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে দারুণ পুঁজি পেয়েছে চিটাগং কিংস। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে খুলনা টাইগার্সের বিপক্ষে তাদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২০০ রান।

বিপিএলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় চিটাগং।
 
চট্টগ্রাম সিটির সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতে উসমান খানের উইকেট হারায় স্বাগতিকরা। ৭ বলে ২ চারের মারে ১০ রান করে আবু হায়দারের বলে কট বিহাইন্ড হন পাকিস্তানি এ ব্যাটার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়ে নেন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ১৩তম ওভারে গিয়ে তাদের ১২৮ রানের জুটি ভাঙেন মোহাম্মদ নেওয়াজ। ২৯ বলে ৪ ছক্কার মারে ৩৯ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন পারভেজ।
 
তবে ক্রিজে শাসন চালিয়ে ৪৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নেন গ্রাহাম। ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১০১ রান করে দলীয় ১৬৮ রানে আউট হন তিনি। তার বিদায়ের পর ১৩ বলে ১৬ রান করে আউট হন শামীম হোসেন। শেষদিকে কেউই আর তেমন জ্বলে উঠতে পারেননি। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ২০০ রানে থামে চিটাগংয়ের ইনিংস।
 
খুলনার পক্ষে ২৯ রান খরচায় মোহাম্মদ নেওয়াজ আর ৩১ রান খরচায় সমান ৩টি করে উইকেট নেন সালমান ইরশাদ। ৪ ওভার বল করে সর্বোচ্চ ৫২ রান খরচ করলেও কোন উইকেটের দেখা পাননি হাসান মাহমুদ। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×