ক্রিকেটারদের আজ টাকা না দিলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল


ক্রিকেটারদের আজ টাকা না দিলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি। আগের আসরগুলোয় ব্যাংক গ্যারান্টি নেওয়া এবং টুর্নামেন্ট শুরুর আগেই ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধের নিয়ম মানা হলেও এবার বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিসিবি। যে কারণে প্রায়ই ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আলোচনা, সমালোচনা হচ্ছে। জানা যায়, পারিশ্রমিক বাবদ পাওয়া চেক বাউন্স হওয়ায় চট্টগ্রামে অনুশীলন বাতিল করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। 

এছাড়া জানা যায়, বৃহস্পতিবারের মধ্যে পারিশ্রমিক না পান, তবে শুক্রবারের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন। এরপরই দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, অনুশীলনসূচি বাতিল করে বিশ্রাম দেওয়া হয়েছে।

এমন ঘটনা নিয়ে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহীর ওপর কঠিন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা যায়, বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আজকের মধ্যে প্রতিশ্রুত অর্থ না দিলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে। নতুন মালিক পাওয়া না গেলে দুর্বার রাজশাহীর দায়িত্ব নিতে পারে বিসিবি।

জানা গেছে, বিসিবির কড়া নির্দেশনা দিয়েছে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে কাল বোর্ড সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে। এনামুলের মাধ্যমে দলের ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশ্বস্ত করার পাশাপাশি ফারুক ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে দিয়েছেন কড়া আলটিমেটাম। এদিকে সময় মতো টাকা দিতে না পারায় রাজশাহী বোর্ড সভাপতির কাছে দুঃখ প্রকাশ করেছেন 

বিসিবি সভাপতি তাদের বলেন, আজকের মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ টাকা নগদ দিতে হবে। এ ছাড়া ২৫ শতাংশ টাকার চেক দিতে হবে, যা আগামী তিন কর্ম দিবসের মধ্যে উত্তোলনযোগ্য। এর অন্যথা হলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলেও জানিয়ে দিয়েছেন সভাপতি।বোর্ড সূত্রে জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আগে কাল সন্ধ্যায় জুম মিটিং করে এ ব্যাপারে অন্য বোর্ড পরিচালকদের মতামত নিয়েছেন ফারুক।

এ নিয়ে দলটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ , ‘অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারা দিন যে খবরগুলো দেখেছি, এটার সাথে আসলে (পারিশ্রমিক না পাওয়ার বিষয়) একদমই সম্পৃক্ত নয়। ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল বলেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশ্রাম দেওয়া হয়। এটাই ছিল বিষয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×