‘ভিনির সৌদি প্রো লিগে যোগ দেয়া কেবল সময়ের ব্যাপার’


‘ভিনির সৌদি প্রো লিগে যোগ দেয়া কেবল সময়ের ব্যাপার’
ভিনিসিউস

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রদের পর এবার সৌদি আরবের প্রো লিগের নজর ভিনিসিউস জুনিয়রের দিকে। লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল তো দাবি করেই বসেছেন, রিয়াল মাদিদ্র ও ব্রাজিলিয়ান তারকার সৌদি লিগে যোগ দেয়া কেবল সময়ের ব্যাপার।

বয়স কেবল ২৪ বছর। আছেন দারুণ ছন্দে। দুই পায়ের কারিকুরিতে মাতাচ্ছেন ফুটবল দুনিয়া। এমন তরুণ ও ফর্মে থাকা কোনো ফুটবলার কি এমন সময়ে ইউরোপ ছাড়ার কথা ভাবতে পারেন? তবে ভিনিকে ভাবতে বাধ্য করার সব রকম চেষ্টাই করে যাচ্ছে সৌদি আরব।
 
দলবদলের ইতিহাসে সর্বোচ্চ অর্থ খরচ করে ভিনিকে টানতে চায় সৌদি লিগ। তাকে পেতে নাকি ১ বিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত লিগটি। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে সৌদি লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, শিগগিরই ভিনিকে নিজেদের লিগে টানছে তারা। রিয়ালের সঙ্গে সমঝোতার অপেক্ষা করছেন তারা।
 
তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন নয়, এটা শুধু সময় ও সমঝোতার ব্যাপার।’
  
এশিয়া এক নম্বর লিগ দাবি করে মুগারবেল জানিয়েছেন, তাদের লক্ষ্য বিশ্বের সেরা দশে জায়গা করে নেয়া। এ জন্য তারা বিদেশি তারকা খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছেন। বিশেষ করে লিগকে আকর্ষণীয় করতে তারা এবার ঝুঁকছেন কম বয়সি তারকাদের উপর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×