ভেঙে গেল ম্যানসিটি কোচ গার্দিওলার সংসার
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০১:১১ পিএম, ১৪ জানুয়ারী ২০২৫

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন দুঃসময় আগে আসেনি। যার অধীনে ম্যানচেস্টার সিটির জায়ান্ট হয়ে ওঠা, প্রথম দল হিসেবে জিতেছে টানা চারবার প্রিমিয়ার লিগ—তাদের বর্তমান পারফরম্যান্স দেখলে একটু অবাক হতেই হয়। মাঠের লড়াই বাদেও দুঃসময় ঘটা করে এসেছে ম্যানসিটি কোচের ব্যাক্তিগত জীবনেও।
দুঃসংবাদ পেপের সংসারে। ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা থাকতে শুরু করেছেন গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা। গত ডিসেম্বরে সম্পর্কের ইতি টেনেছেন তারা। যা ঘনিষ্ঠজন ও বন্ধুবান্ধবদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।
কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছে। দুজনে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও খবর হচ্ছে। তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা। পেপ ও ক্রিস্টিনাকে নিয়ে এক ব্রাজিলীয় সাংবাদিক ও লেখক জানিয়েছেন, তারা দম্পতি হিসেবে থাকলেও একই শহরে থাকেননি।
যেখানে গতবছরের ডিসেম্বরে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালে ক্রিস্টিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গার্দিওলা। তবে একসঙ্গে থাকা শুরু করেন ১৯৯৪ সাল থেকে। তাদের সংসারে তিন কন্যাসন্তান রয়েছে।