খুলনাকে হারিয়ে সিলেট স্ট্রাইকার্সের টানা ‍দ্বিতীয় জয়


Jan 2025/Sylhet.webp

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরের ১৭তম ম্যাচে রোববার (১২ জানুয়ারি) খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। রোমাঞ্চকর এই ম্যাচে সিলেটের ব্যাটার ও বোলারদের সমন্বিত পারফরম্যান্স দলকে জয় এনে দেয়। আর এতে প্রথম তিন ম্যাচে জয়হীন থাকা সিলেট টানা দুই জয় পেয়েছে।

প্রথমে টস জিতে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিলেটকে ব্যাটিংয়ে পাঠান। শুরুটা ভাল হয়নি সিলেটের। ২ দশমিক ৪ ওভারে ৭ রানে তারা হারায় রহকিম কর্নওয়ালকে। এরপর মুনসি মাত্র ২ রান করে বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে রনি তালুকদার ও জাকির হাসান বড় জুটি গড়েন। রনি তালুকদার ৫৬ রান করেন ৪৪ বলে, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কার মার। অন্যদিকে, জাকির হাসান ছিলেন আরও বিধ্বংসী। তিনি ৭৫ রান করেন মাত্র ৪৬ বলে, যেখানে ছিল ৩টি চার ও ৬টি ছক্কা। শেষ দিকে অধিনায়ক আরিফুল হকের ২১ রানের ক্যামিও ইনিংসে ভর করে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে।

খুলনার বোলারদের মধ্যে আবু হায়দার রনি ছিলেন সফল। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া, জিয়াউর রহমান ৩ ওভারে ৩৯ রান দিয়ে নেন ২ উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়ায় খুলনার শুরুটা হতাশাজনক ছিল। মোহাম্মদ নাঈম ১ রান করে আউট হন। এরপর দ্রুতই বিদায় নেন ইমরুল কায়েস (২) ও দারউইশ রাসুলি (১৫)। তবে, দলের হাল ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নবী। মিরাজ ১৫ রান করলেও নবী করেন ৩৩ রান ১৮ বলে।

শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ও আবু হায়দার রনি দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অঙ্কন ২৮ রান ও আবু হায়দার ১৪ রান করেন। তবে শেষ দুই ওভারে প্রয়োজনীয় রান তুলতে ব্যর্থ হওয়ায় ১৭৪ রানে থেমে যায় খুলনার ইনিংস।

সিলেটের বোলারদের মধ্যে রিস টপলি দুর্দান্ত ছিলেন। তিনি ৪ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া, তানজিম হাসান সাকিব ও রুয়েল মিয়া ২টি করে উইকেট শিকার করেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×