নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ওয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা


নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ওয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। যে কারণে ওয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জিততেই হত লঙ্কানদের। অবশেষে বহুল কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে চারিথ আসালঙ্কার দল। শুধু জয় নয়, নিউজিল্যান্ডকে রীতিমত নাকানিচুবানি খাইয়েছে সফরকারীরা।

কিউইদের ১৪০ রানে হারিয়ে ওয়াইটওয়াশ এড়িয়েছে লঙ্কানরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে দুই দল।

শনিবার (১১ জানুয়ারি) নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৯ দশমিক ৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

২৯১ রানের জবাব দিতে লঙ্কান বোলারদের তোপে খেই হারিয়েছে নিউজিল্যান্ড। মাত্র ৪৮ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। ব্যাটিং দেখে মনে হয়েছে একশর আগে গুটিয়ে যাবে স্বাগতিকরা। অবশেষে কিউইদের মান বাঁচিয়েছেন মার্ক চ্যাপম্যান। বাঁহাতি ব্যাটারের উইকেট পতনের মাধ্যমেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

মাহিশ থিকসানার বলে বোল্ড হওয়ার আগে ৮১ বলে ৮১ রান করেন তিনে নামা চ্যাপম্যান। বাকিদের কেউ আর ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।

এর আগে ওপেনার পাথুম নিশাঙ্কা, টপঅর্ডার কুশল মেন্ডিস ও মিডলঅর্ডার জেনিথ লিয়ানাগের ফিফটিতে বড় পুঁজিই পায় শ্রীলঙ্কা। ৬ চার আর ৫ ছক্কায় ৪২ বলে ৬৬ রান করেন নিশাঙ্কা। ৫২ বলে ৫৩ রানের (৩ চার ও ২ ছক্কা) ইনিংস খেলেন লিয়ানাগে।

৭১ বলে ৪৬ রান করে বড় স্কোর করার পথে অবদান রাখেন কামিন্দু মেন্ডিস।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ রানে ৪ উইকেট নেন ম্যাট হেনরি। ২ উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্ডো, মাহিশ থিকসানা ও এশান মালিঙ্গা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×