মায়োর্কাকে হারিয়ে রেয়াল মাদ্রিদ দেখল, ফাইনালে আগেই উঠে আছে বার্সেলোনা


November 16/a6d568b799cdd06eb124b9f08016d7f5-67809f5ca0bc7.jpg

আগের দিন আতলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বার্সেলোনা। গতকাল বৃহস্পতিবার রাতে এ প্রতিযোগিতার আরেক সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রেয়াল মাদ্রিদ। এতে নিশ্চিত হয়ে যায়, আগামী রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সা-রেয়াল।

রেয়াল মাদ্রিদের হয়ে গোলের খাতায় নাম লিখিয়েছেন জুড বেলিংহাম ও রদ্রিগো। ম্যাচের অন্য গোলটি ছিল আত্মঘাতী।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকো হতে যাচ্ছে। ২০২৩ সালে মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। আর সর্বশেষ ২০২৪ সালে শিরোপা ঘরে তোলে কার্লো আনচেলত্তির দল।

এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে বার্সা। ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রেয়াল মাদ্রিদ। আগামী রোববার রাতের ফাইনালে জিতলেই বার্সাকে ছুঁয়ে ফেলবেন কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা। গতকাল ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি জানিয়েছেন, ইদানীং এল ক্লাসিকো নিয়ে অনুমান করা না যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত বার্সার চেয়ে সেরা দল হিসেবে ম্যাচ শেষ করবে তাঁর দল, এমনটাই আশা মাদ্রিদ কোচের।

গতকাল কিং আবদুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে রেয়াল মাদ্রিদ। তবে কোনোভাবেই মায়োর্কার রক্ষণ ভাঙতে পারছিলেন না এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় মাদ্রিদ।

সে গোলটায় হয়েছে দারুণ নাটকীয়তায়। ভিনিসিয়ুসের কাটব্যাকে হেড করেছিলেন রদ্রিগো। সেটা পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে শট নেন এমবাপ্পে। কিন্তু সেটি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলকিপার। এরপর বল যায় বেলিংহামের সামনে। জটলার ভেতর দিয়ে ঠান্ডা মাথায় জালে বল জড়ান জার্মান তারকা।

নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। তবে যোগ করা ৬ মিনিটেই দুবার গোল উৎসব করে মাদ্রিদ সমর্থকেরা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজেদের জালেই বল জড়ান মার্তিন ভালসেন্ত। আর শেষ বাঁশি বাজার এক মিনিট আগে ভাসকেসের ক্রসে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। গতকাল ছিল ব্রাজিলিয়ান উইঙ্গারের জন্মদিন। নিজের বিশেষ দিনটাকে গোল করেই উদযাপন করলেন রদ্রিগো।

ফাইনালে আরেকটা এল ক্লাসিকো, এ নিয়ে ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ  কোচ আনচেলত্তি বলেছেন, ‘ইদানীং ক্লাসিকো নিয়ে অনুমান করা কঠিন হয়ে যাচ্ছে। গত বছর সুপার কাপে আমরা ওদের সহজেই হারিয়েছি ৪-১ গোলের ব্যবধানে। আমরা বার্সেলোনাতে ওদের ৪-০ গোলে দুবার হারিয়েছি। অন্যদিকে বার্নাব্যুতে এসে ওরাও আমাদের ৪-০ গোলে হারিয়েছে।’

এজন্য রোববারের ফাইনাল নিয়ে আগেই মন্তব্য করতে চান না আনচেলত্তি, ‘পরের ম্যাচটি (ফাইনাল) কেমন হবে, সেটা আগে থেকে কল্পনা করা কঠিন। তবে এটা অনেক উপভোগ্য হবে। কারণ মাঠে অনেক ভালো ভালো খেলোয়াড়ের উপস্থিতি থাকবে। আর আমরা অবশ্যই বার্সার চেয়ে ভালো দল হিসেবে ম্যাচ শেষ করতে চাই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×