দিয়ালোর সাথে চুক্তি নবায়ন করল ম্যানচেস্টার ইউনাইটেড


November 16/Amad.jpg

আইভোরিয়ান স্ট্রাইকার আমাদ দিয়ালোর সাথ চুক্তি নবায়ন করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ চুক্তি সম্পন্ন হয়। এর ফলে ২০৩০ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকছেন ২২ বছর বয়সী এই উইঙ্গার।

আশানুরূপ পারফরমেন্স করায় লম্বা সময়ের জন্য দিয়ালোকে ধরে রাখার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। চলতি মৌসুমে চুক্তি শেষ হওয়ার পর আরও ১২ মাস সময় বাড়ানোর সুযোগ ছিল রেড ডেভিলসদের। তবে পথে না হেঁটে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় দলে রেখে দেয়া হয়েছে তাকে।


সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচে ৬ গোল করেন তিনি। ২০২১ সালে ইতালিয়ান ক্লাব আটালান্টা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আমাদ দিয়ালো।

উল্লেখ্য, ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেক হয় দিয়ালোর। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ৬টি ম্যাচ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×