সাব্বিরের ঝড়ো ইনিংসের পরও হারল ঢাকা


November 16/394458_20250109_221518484.jpg

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আজ চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। এবারের আসরে প্রথম চার ম্যাচে হারের পর আজ পঞ্চম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহই পেয়েছিল শাকিব খানের দল। সাব্বির রহমানের  ৩৩ বলে ৮২ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল ঢাকা। তবে উসমান খানের ৩৩ বলে ৫৫ রানের পর শেষদিকে শামিম হোসেনের ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংসের সুবাদে ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে চট্টগ্রাম।  

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের শুরুটা হয়েছিল ভালোই। পাওয়ার প্লে তে ৫৫ রান ওঠেছিল স্কোরবোর্ডে। এরপর আউট হন ১৬ বলে ১৭ রান করা ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে আরেক ওপেনার উসমান খান পেয়েছেন ফিফটির দেখা। ৩৩ বলে ৫৫ রান করে দলীয় ১০৬ রানে সাজঘরে ফিরেন উসমান। 

এরপর দলীয় ১৪৪ রানে আউট হন ৩২ বলে ৩৯ রান করা গ্রাহাম ক্লার্ক। এরপর এরপর চতুর্থ উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে গড়া শামিম হোসেনের ১৭ বলে ৩৬ রানের অপরাজিত জুটির সুবাদেই জয়ের দেখা পায়ন চট্টগ্রাম। ২২ বলে ৩৩ রান করে অপরাজিত ছিলেন মিঠুন, ১৪ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন শামিম। 

এদিকে এবারের আসরে প্রথম চার ম্যাচের একটিতেও জয় না পাওয়া ঢাকা আজ পঞ্চম ম্যাচে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই ওপেনার জেসন রয়কে হারায়। এরপর দলীয় ৪৫ রানে স্টিফেন এস্কিনাজি ও দলীয় ৬৫ রানে আউট হন শাহাদত হোসেন। ৫ নম্বরে ব্যাট করতে নামেন সাব্বির। 

আরেক ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েছিলেন সাব্বির। তামিম ৪৮ বলে ৫৪ রান করে আউট হলেও ঝড় তুলেছিলেন সাব্বির। মারকুটে এই ব্যাটার আজ শুরু থেকেই খেলেছেন আগ্রাসী মেজাজে। 

সাব্বিরের ছক্কা ঝড়েই আজ চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ঢাকা। ৬ ছয়ের সঙ্গে ১ক চারে ২২ বলে ফিফটি করেন সাব্বির। মারকুটে এই ব্যাটার শেষ পর্যন্ত ৩ চার আর ৯ ছয়ে ৩৩ বলে ৮২ রান করে অপরাজিত ছিলেন। তার ৮২ রানের ইনিংসের সুবাদেই ১৭৭ রানের সংগ্রহ পায় শাকিব খানের দল। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×