ভারতের ভিসা না পাওয়ায় বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:৫০ পিএম, ০৮ জানুয়ারী ২০২৫

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া খো খো বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না পাকিস্তান, কারণ তাদের ভিসা এখনও মঞ্জুর হয়নি। ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে এই বিশ্বকাপের আয়োজন করা হবে, যেখানে পাকিস্তান দলকে খেলার জন্য অনুমতি দেয়া হয়নি।
ভারতীয় খো খো সংস্থার সভাপতি ও বিজেপি নেতা সুধাংশু মিত্তল জানিয়েছেন, পাকিস্তান দল এখনও ভিসার অপেক্ষায় আছে। খো খো বিশ্বকাপের সিওও গীতা সুদান বলেন, আমরা যখন সূচি তৈরি করেছিলাম তখন পাকিস্তানকে রাখা হয়েছিল, কিন্তু সরকার তাদের ভিসা দেয়নি, এবং সেটা আমাদের হাতে নেই। মনে হচ্ছে, তারা খেলতে আসতে পারবে না।
এদিকে, পাকিস্তান খো খো সংস্থা এখনও এ বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে, প্রতিযোগিতা শুরুর আর পাঁচ দিন বাকি থাকায়, পাকিস্তানের ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে, এই প্রতিযোগিতায় পাকিস্তান ছাড়াই খেলা হতে পারে।
প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নেপাল, ১৩ জানুয়ারি। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ, আর ১৯ জানুয়ারি হবে ফাইনাল। মহিলাদের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে, ভারতের প্রথম ম্যাচ হবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। মহিলাদের প্লে-অফও ১৭ জানুয়ারি শুরু হবে, এবং ফাইনাল হবে ১৯ জানুয়ারি।