রংপুর রাইডার্সের বিপক্ষে এবার ১১১ রানে অলআউট ঢাকা ক্যাপিটালস


Jan 2025/Rangpur Dhaka.jpg

জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোহাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল টানা তিন ম্যাচ পরাজিত হওয়া ঢাকা ক্যাপিটালস। ব্যাপক রদবদল এনেও কোন লাভ হল না শাকিব খানের দলের।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। মঙ্গলবার (৭ জুলাই) সেই রংপুরের বিপক্ষেই ১৬ দশমিক তিন ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে। টানা চতুর্থ জয় তুলে নিতে রংপুরকে করতে হবে ১১২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের; তানজিদ হাসান তামিমের। সোমবার (৬ জানুয়ারি) ঢাকার দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয় করেছেন ১২ বলে ১৮ রান।

হাবিবুর রহমান ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২)। প্রথম বলেই আউট হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

বরাবরের মতই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না বলে আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও কোন লাভ হল না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ১০০ পার করে ঢাকা। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে শেষ হয় ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ তিন উইকেট হারিয়ে দশ ওভারে ৮০ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×