অ্যানফিল্ডে লিভারপুল থেকে পয়েন্ট আদায় করল ম্যানইউ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১২:৫০ পিএম, ০৬ জানুয়ারী ২০২৫

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে নামে লিভারপুল। আগের তিন ম্যাচে গোল করতে না পারা ম্যানইউ চমক দেখিয়ে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে। দারুণ ছন্দে থাকা লিভারপুল তেতে ওউে খানিক পরেই, এগিয়েও যায় তারা। তবে ভীষণ খারাপ সময় চলা রুবেন আমোরির দল এবার সুযোগ হাতছাড়া করেনি, আরেকটি গোল করে তুলে নিয়েছে মূল্যবান একটি পয়েন্ট। জয় না পেলেও ঘুরে দাঁড়িয়ে সমতায় ম্যাচ শেষ করে সন্তুষ্ট রেড ডেভিল কোচ।
অ্যানফিল্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে একধাপ উঠে ১৩ নম্বরে ইউনাইটেড।
লিভারপুলের সঙ্গে জয় না পেলেও ইউনাইটেডের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই ধারা ইউনাইটেড ধরে রাখতে পারলে দুর্দশা কিছুটা হলেও ঘুচতে পারে, মনে করছেন কোচ। আমোরিম বলেছেন, ‘প্রতিদিনই দলকে প্রেরণা দেয়ার চেষ্টা করছি। প্রতিদিন এই দলটিকে ঠেলে সামনের দিকে দেয়ার চেষ্টা করছি, কখনও কখনও এটি সেরা উপায় নাও হতে পারে। যা কিছু করি তাতে সবসময় এই খেলোয়াড়দের চ্যালেঞ্জ করি, কারণ মনে করি আমরা কেবল খেলোয়াড়ই নই, ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।’
‘মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে চমকের প্রয়োজন হয়, আজ আমরা সেটাই করেছি। দল হিসেবে আজ আমার কাছে মনে হয়েছে এটি একটি ভিন্ন দল। এটি খুব ভালো লক্ষণ। এতাও সত্যি যে, ঘরের মাঠে পরপর তিনটি ম্যাচে আমরা হেরেছি, কিছু খেলায় আমরা কিছুই না করে দুটি গোলের শিকার হয়েছি। ম্যাচ হেরেছি তাই সত্যিই মন খারাপ, তবে দলের পারফরম্যান্সের জন্য সন্তুষ্ট।’