বিসিবির সভাপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নাজমুল আবেদীনের


বিসিবির সভাপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নাজমুল আবেদীনের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। আর এই অসদাচারণ নাকি করা হয়েছে ভরা মজলিশে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন বিসিবিতে দায়িত্ব নেন। এখন সহকর্মীর বিরুদ্ধে ফাহিমের অভিযোগ। ফারুক ঠিক কী অসদাচরণ করেছেন, তা বলতে চান না তিনি। কিন্তু, বিষয়টা তাকে খুবই হতাশ করেছে। প্রয়োজনে তিনি বোর্ড থেকে সরে যেতেও প্রস্তুত বলে জানালেন।

দেশের একটি বেসরকারী টেলিভশনকে ফাহিম বলেন, ‘ওই রকম একটা মন্তব্য... আমি স্পেসিফিকভাবে মন্তব্যটা বলতে চাই কী ছিল। সেটা আমাকে খুবই হতাশ করেছে। এটা দিয়ে বোঝা যায় প্রেসিডেন্ট আমাকে সেভাবে গ্রহণ করছেন না।’

ফাহিম জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনেকের সামনে ফারুক ওই মন্তব্য করেন। 

তিনি বলেন, ‘অনেক মানুষের সামনে আমাকে ওই কথা বলেছেন। মন্ত্রণালয়ের অনেকে ছিল। অন্য বোর্ড ডিরেক্টররা ছিল। এর মাধ্যমে একটা বিষয় মনে হয়, ডিরেক্টরদের তিনি কতটা স্বাধীনতা দিতে চান। আমার ব্যাপারটা ভিন্ন। কারণ আমরা দুইজন সম্প্রতি এসেছি। তাই, আমাদের মধ্যে ভাল আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার ছিল।’

প্রয়োজনে বোর্ড থেকে সরে যেতে প্রস্তুত ফাহিম। 

তিনি বলেন, ‘আমার অনেক সময় মনে হয়, বোর্ডে না থাকলেই বোধহয় ভাল হয়। কারণ, বোর্ডের বাইরে থেকে যে আলোচনা করতে পারি, বোর্ডে থেকে সেটা সম্ভব নয়। আমি যদি বোর্ডে থাকি, তাহলে আমাকে কাজ করতে হবে। কাজ করতে না পারলে বাইরে থাকাই ভাল।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×