বিজয়-বার্লের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার


December 2024/Rajshai Dhaka.jpg

তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলে প্রথম জয় তুলে নিল দুর্বার রাজশাহী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তু্লে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল।
 
এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিলেন তাসকিন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। দলীয় ১৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। ৫ বলে ০ রানে লিটন দাস আর ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম।
 
তৃতীয় উইকেটে হাল ধরে ৭৯ রানের জুটি গড়েছিলেন স্টিফেন এসকিনাজি ও শাহাদাত হোসেন। ৪ রানের আক্ষেপ নিয়ে এসকিনাজি সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নেন শাহাদাত হোসেন। ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় এসকিনাজি ৪৬ রান করে হাসান মুরাদের বলে বোল্ড হন। মাঝখানে ৯ বলে ২১ রানের ছোটো ঝড় তুলে মহর শেখের বলে সাজঘরে ফেরেন থিসারা পেরারা।
 
ম্যাচের বাকি সময়ে একাই দ্যুতি ছড়ান তাসকিন। ৪১ বলে ৭ চারের মারে ৫০ রান করা শাহাদাত হোসেনকে সাজঘরে ফিরিয়ে শুরু। এরপর একে একে তিনি তুলে নেন আরও ৪ উইকেট। তাসকিনের উইকেট উৎসবের মাঝে ১৩ বলে ২৪ রান করে ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন শুভাম রানজানে। তাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে  থামে ঢাকা।
 
চার ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে বিপিএলে ইতিহাস গড়েন তাসকিন। বিপিএলের ইতিহাসে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দখলে। ২০২০ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে ৪ ওভার বল করে ১৭ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এ দিকে, শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে দুই জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়।
 
বৃহস্পতিবার রান তাড়ায় নেমে শুরুতে কিছুটা হোঁচট খেলেও বিজয় আর বার্লের ঝড়ে সহজেই ম্যাচ নিজেদের করে নিয়েছে রাজশাহী। ৫ বলে ১২ রান করে মোহাম্মদ হ্যারিস আর ৮ বলে ০ রানে জিসান আলমের বিদায়ের পর হাল ধরেন বিজয় ও ইয়াসির আলী। ২০ বলে ব্যক্তিগত ২২ রান করে দলীয় ৭৩ রানে ইয়াসির আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন বিজয়।
  
চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দেন বার্ল। দুইজন মিলে চড়াও হন ঢাকার বোলারদের উপর। চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে দুইজনেই তুলে নেন ফিফটি। ক্রিজে ঝড় তুলে ১১ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।  ঢাকার পক্ষে একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু।
 
চলতি বিপিএলে এ নিয়ে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেল ঢাকা। অন্যদিকে, হার দিয়ে আসর শুরুর পর জয়ের দেখা পেল রাজশাহী। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×