এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ


October 2/u tyu tyutyu ty.webp

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৬১ রানে চড়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা।

আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দুবাইয়ে আগে ব্যাট করে পাকিস্তান ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায়। ফারহান ইউসুফ ৩২ বলে ১ চার, ৩ ছক্কায় ৩২ রান করেন।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ১ মেডেনে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। মারুফ মৃধার শিকার ২টি।

জবাব দিতে নেমে প্রথম থেকেই রান তুলতে চাপে থাকা বাংলাদেশ দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে। কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন ২৫ বলে ৪ চারে ১৭ রান করা  জাওয়াদ আবরার। 

কিন্তু অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৪২ বলে ৭ চার, ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ২৭.৫ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে জয় এনে দেন। 

২২.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলে জয় পায় বাংলাদেশের যুবারা। শিহাব জেমস ৩৬ বলে ৪ চারে ২৬ রান করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×