৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস শ্রীলঙ্কার!


৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস শ্রীলঙ্কার!

নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪২ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। এ ছাড়া, বলের বিচারে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৮৩ বল খেলেছে তারা। সেইসাথে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ফরম্যাটে তৃতীয় সর্বনিম্ন রানের নজিরও গড়েছে দলটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডারবানে সিরিজের প্রথম টেস্টে দিনের শুরুতে শ্রীলঙ্কার বোলিং লাইনআপে ১৭১ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জানসেন বিধ্বংসী এক স্পেলেই লজ্জার এই ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। এই প্রোটিয়া পেসার ছয় দশমিক পাঁচ ওভার বল করে ১৩ রান দিয়ে নিয়েছেন সাত উইকেট। এছাড়া, দুইটি পেয়েছেন জেরাল্ড কোয়েৎজর ও একটি উইকেট নিয়েছেন কাগিজো রাবাদা।

এর পূর্বে, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অলআউট হওয়ার নজির ছিল লঙ্কানদের। এবার ডারবানে তা ছাড়িয়ে গেল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×