দল পাননি মুস্তাফিজ-রিশাদ


দল পাননি মুস্তাফিজ-রিশাদ

আইপিএলের গত আসরে খেলা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দল ছিল চেন্নাই সুপার কিংস। দলটি এবারের মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয়। ২ কোটি রুপির ভিত্তিমূল্য থাকা এই বাংলাদেশি পেসার অবিক্রিত থেকে গেছেন। ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে নিলামের তালিকায় থাকা টাইগার লেগস্পিনার রিশাদ হোসেনও দল পাননি। 

ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন আলীকে আইপিএলের মেগা নিলামে কেউ কেনেনি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। একই ভিত্তিমূল্যে থাকা কিউই ওপেনার ফিন অ্যালেনেরও কোনো দলে জায়গা হয়নি।

অজি অলরাউন্ডার টিন ডেভিডকে ৩ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনেছে। ক্যারিবীয় অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ডের ঠিকানা গুজরাট টাইটান্স। তার দাম উঠেছে ২ কোটি ৬০ লাখ রুপি।

চেন্নাই সুপার কিংস অলরাউন্ডার দীপক হুদাকে ১ কোটি ৭০ লাখ রুপিতে দলে টেনেছে। আরেক ভারতীয় অলরাউন্ডার শাহবাজ আহমেদের নিলামে দাম ওঠে ২ কোটি ৪০ লাখ রুপি, কে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×