বাংলাদেশের ১২ জনকে ঘিরে কোনো আগ্রহই দেখা গেল না


News Defalt/30e0481fad7a279748d7fc57eb531e7b-6744a338d93fa.jpg

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামে বাংলাদেশ থেকে নাম দিয়েছিলেন ১২ জন ক্রিকেটার। মোস্তাফিজ-সাকিবদের মতো তারকা ক্রিকেটারদের কাউকেই দলে নিতে আগ্রহ দেখাননি আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির কেউ।  

দুই দিন ধরে অনুষ্ঠিত হওয়া আইপিএল নিলামে গতকাল বাংলাদেশিদের কারো নামই ডাকা হয়নি। তবে আজ সন্ধায় প্রথম বাংলাদেশি হিসেবে নিলামে নাম ওঠে পেসার মোস্তাফিজুর রহমানের। 

২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকা এই বাঁহাতি পেসারকে দলে নিতে কেউই আগ্রহ দেখাননি। এরপর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে রিশাদ হোসেনের নাম উঠলে তাঁকেও নেননি কেউ। এই লেগ স্পিনারের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। রিশাদ-মোস্তাফিজের পর নিলামে তাসকিন-সাকিবের নাম ডাকা হবে বলে আশা করেছিলেন অনেকে। তবে তা আর হয়নি, এই দুই ক্রিকেটারের নামই ডাকা হয়নি।

নিলামের তালিকায় এবারই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। আইপিএলে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান তো ছিলেনই, এর আগে আইপিএলে খেলা লিটন দাসের পাশাপাশি নিলামে তালিকাভুক্ত হয়েছিলেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসান।

তবে নিলামে বাংলাদেশের কেউ দল না পেলেও এখনও একেবারে শূন্য হয়ে যায়নি মেগা এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা। আইপিএল শুরুর আগে কিংবা মাঝপথে বদলি ক্রিকেটার হিসেবে দল পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকছে বাংলাদেশের ক্রিকেটারদের।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×