এনসিএল টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক


এনসিএল টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশে প্রথম বারের মত দেশীয় খেলোয়াড়দের নিয়ে 
এ আয়োজন করছে। 

শনিবার (২৩ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এনসিএল টি ২০-২০২৪’-এর জমকালো লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এআইবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরী, বিসিবির পরিচালক ফাহিম সিনহা, টুর্নামেন্টের গোল্ড স্পন্সর ওয়াল্টন হাই টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিইরেক্টর আমিনুল ইসলাম খান, সিলভার স্পন্সর রিমার্ক-হারল্যান গ্রপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ।
 
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম ভূঁঞা, কাজী মাহদুদ করিম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ্, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ উপস্থি ছিলেন।
 
দেশের ক্রিকেটারদের জন্য সম্পূর্ণ নতুন এ টি-২০ টুর্নামেন্ট প্রতি বছর বিপিএলের আগে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচ দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং টি-স্পোর্ট অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া, ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোড টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। 

আগামী ১১-২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেবে জাতীয় ক্রিকেট লিগের সাত দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×