সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা


সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। 

প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে আজ সকাল সাড়ে দশটার পর যমুনায় প্রবেশ করেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ নারী ফুটবল দলের অভাবনীয় এই সাফল্যে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বাফুফের নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল।

সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। টানা দ্বিতীয়বারের মতো এ শিরোপা জেতায় নারী দলকে বড় অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। 
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×