নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, পরীক্ষার্থীসহ আটক ৩


নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, পরীক্ষার্থীসহ আটক ৩

দিনাজপুরে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘উপ-খাদ্য পরিদর্শক’ পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এক পরীক্ষার্থী ও চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে; ডিভাইস সরবরাহকারী চক্রের সদস্য মো. মামুন (৩৫), চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি এলাকার মতিউর রহমানের ছেলে এবং অপর সদস্য হরসুন্দর রায় ওরফে সবুজ (৩৮), পশ্চিম সাইতাড়া চড়কডাঙ্গা বাজার এলাকার করুণা কান্ত রায়ের ছেলে।

শনিবার সকালে দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান শহরের মিশন রোডের কেরী মেমোরিয়াল হাই স্কুলে পরিদর্শনে যান।

সেখানে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়ের দেহ তল্লাশি করে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই ডিভাইসের মাধ্যমে বাইরের একটি চক্র থেকে পরীক্ষার প্রশ্নের উত্তর পাঠানো হচ্ছিল।

এরপর কৃষ্ণকান্তের দেওয়া তথ্যে ভিত্তি করে পুলিশ শহরের ফকিরপাড়া এলাকার ‘স্বপ্নচুড়া’ ছাত্রাবাসে অভিযান চালিয়ে মামুন ও সবুজকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “আটক মামুন ও সবুজের কাছ থেকে পাঁচটি ডিভাইস এবং কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে করা চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।”

তিনি আরও জানান, চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×