আধিপত্য বিস্তার করে ভারত আমাদের দমিয়ে রাখতে চায়: ছাত্রশিবির সেক্রেটারী


আধিপত্য বিস্তার করে ভারত আমাদের দমিয়ে রাখতে চায়: ছাত্রশিবির সেক্রেটারী

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমার তিন দিকে একটা রাষ্ট্র (ভারত) আছে। সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্য করে রেখেছে। সে (ভারত) চায় না আমার দেশ (বাংলাদেশ) উন্নত হোক। তারতো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার সেভেন সিস্টারর্সকে এখনো অনুন্নত করে রেখেছে। সেখানে এখনো তারা পাকা টয়লেট পর্যন্ত স্থাপন করতে পারেনি। আমার দেশের মাথাপিছু আয় যা, ভারতের মাথাপিছু আয় তার চেয়েও কম। কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে। সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিয়ে রাখতে চায়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেনিক শিবির এ আয়োজন করে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, একটা সময় চায়না আমাদের দেশের মতো হতদরিদ্র অবস্থায় ছিল। সেই চায়না আজকে পৃথিবীর অর্থনৈতিক দিক থেকে নেতৃত্ব দিচ্ছে। অথচ বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, চায়না ঠিক সেই সময়ে তাদের অর্থনৈতিক উন্নতির কাজ শুরু করেছে। চায়না ১৯৭৮ সালে উন্নয়নের কাজ শুরু করেছিল। এর জন্য তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপরই ভর করেছিল। ট্রেডিশনাল বিশ্ববিদ্যালয় অনেকটাই বন্ধ করে তারা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করলো। ১৭ হাজার টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চালু করলো চায়না, আর আমার বাংলাদেশে আছে একটা ইউনিভার্সিটি। টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে হবে, না হলে একটি জাতি কোনদিন উন্নতির স্বর্গ শিখরে আরহণ করে না। কিন্তু সরকার এটি মাথায় নেয় না। 

তিনি বলেন, কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব দেওয়া হয় না? কেন ইঞ্জিনিয়ার সেক্টরকে আমার দেশে গুরুত্ব দেওয়া হয় না? অথচ একটা জাতি এর উপরেই দাড়িয়ে থাকে। ডাক্তার অধিকাংশ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভরশীল। রোগী গেলেই বলেন টেস্ট করেন আসেন। আর ওই টেস্ট করে ইঞ্জিনিয়ারদের বানানো ও চালানো যন্ত্রের কাছে। ওই রিপোর্ট দেখেই ওষুধ লিখে দেয়। সুতরাং পৃথিবীর উন্নয়ন সবকিছুই ডিফেন্ট করে ইঞ্জিনিয়ারদের ওপরে। এই জিনিসটা চায়না বুঝতে পেরেছিল। 
 
সাদ্দাম আরও বলেন, আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে সময় লাগার কথা না। অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করেছে, আমার দেশের ইকোনোমি সিস্টেমকে ধ্বংস করেছে। এগুলো ধ্বংস করার মধ্য দিয়ে দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে তার সকল বন্দোবস্ত তারা (ভারত) করে রেখেছে। 
পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম। 
পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারী আব্দুর রহমান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×