হাওয়া মেশিন বিস্ফোরণে হাত-পা উড়ে গেল মিলনের
- রাজবাড়ী প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০০ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে ভয়াবহভাবে আহত হয়েছেন মো. মিলন (৫০) নামে এক ব্যক্তি। বিস্ফোরণে তার দুই হাত ও পায়ের মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে পাঠায়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় রাজবাড়ী–কুষ্টিয়া মহাসড়কের পাশে নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের বাসিন্দা, মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, “একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর আমরা তিনজন দোকানের পাশে বসে গল্প করছিলাম। হঠাৎ বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে, ঘরের টিনের চাল উড়ে যায়। তখন আমরা দৌড়ে গিয়ে দেখি মিলন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার হাত-পায়ের মাংস ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।”
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম বলেন, “হাওয়া মেশিন বিস্ফোরণে মিলনের দুই পা ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রক্তের প্রয়োজন পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় রেফার করা হবে।”