আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা পাবেন বাঘিনীরা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৩৮ এম, ৩১ অক্টোবর ২০২৪
টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন সাবিনা খাতুনরা। বাংলাদেশের জয়ের পথে গোল দুইটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
এর আগে ২০২২ সালে একই মাঠে নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।
এবার টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর বাংলাদেশ নারী ফুটবল দলকে আবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফের সদ্য নির্বাচিত কমিটি। এ জন্য বিআরটিসির একটি বাসও প্রস্তুত করা হচ্ছে।
বিষয়টি দেশের একটি দৈনিককে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘একটি ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ফুটবলারদের শহর প্রদক্ষিণ করানো হবে। এ জন্য বিআরটিসির একটি বাস প্রস্তুত করা হচ্ছে।’
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছাবেন টানা দ্বিতীয়বারের মতো সাফ বিজয়ী মেয়েরা।