জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা


জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

বৃষ্টির বাধার কারণে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোবে ত্রিনিদাদ টেস্ট। কিন্তু শেষ দিনে রোমাঞ্চকর কিছুর আভাস পাওয়া যাচ্ছে।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা, পাচ্ছে জয়ের সুবাস। চতুর্থ দিন শেষে ১৫৪ রানের লিড নিয়েছে তারা।

প্রতিদিনের মতো শেষ দিনেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। এর আগে ৪ উইকেটে ১৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পরে ৮৮ রানের ভেতরই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সর্বোচ্চ ৪২ রান আসে কিসি কার্টির ব্যাট থেকে। এছাড়া ক্রেইগ ব্রাথওয়েট ৩৫, মিকাইল লুইস ৩৬, জেসন হোল্ডার ৩৬ ও জোমেল ওয়ারিক্যান ৩৬ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন কেশভ মহারাজ। এছাড়া কাগিসো রাবাদা তিনটি ও একটি করে শিকার লুঙ্গি এনগিদি-এইডেন মারক্রামের।

১২৪ রানের লিড পেয়ে দিনের বাকি সময়টা নির্বিঘ্নেই কাটিয়ে দেয় প্রথম ইনিংসে ৩৫৭ রান করা প্রোটিয়ারা। বিনা উইকেটে করে ৩০ রান। টনি ডি জর্জি ১৪ ও এইডেন মারক্রাম ৯ রানে অপরাজিত আছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×