পানামাকে ৩-১ গোলে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের


পানামাকে ৩-১ গোলে হারিয়ে জয়ে শুরু উরুগুয়ের

এবারের কোপা আমেরিকায় অন্যতম ফেভারিট দল উরুগুয়ে। ফেভারিটের তকমা নিয়ে আসরের শুরুটাও দারুন করেছে তারা।

পানামাকে ৩-১ গোলে হারিয়েছে তারা।মার্সেলো বিয়েলসার অধীনে দারুন পারফরম্যান্স করছে উরুগুয়ে। এই ম্যাচেও তার ব্যাতিক্রম হয়নি। ম্যাচের ১৬ মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জাল কাঁপান আরাউহো। বিরতির পর ভয়ডরহীন মন্ত্রে ম্যাচে ফেরার চেষ্টা করে পানামা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেসব হাতছাড়ায় ম্যাচ ফেরা হয়নি। ৫২ মিনিটে লক্ষ্যের বাইরে দিয়ে শট নেন হোসে ফাহারদো। উরুগুয়ে গোলকিপার সের্হিও রোচেতের পরীক্ষা নেন হোসে রদ্রিগেজও। যদিও লাভ হয়নি তাতে।   

৮৬ মিনিটেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন দারউইন নুনেজ। তার ভলি শট খুঁজে পায় গোলের ঠিকানা। ম্যাচের অতিরিক্ত সময়য়ের দ্বিতীয় মিনিটে ভিনা গোল করে দলের ব্যবধান বাড়ান তিন গোলে। তবে ৯৫ মিনিটে পানামার হয়ে এক গোল শোধ করেন মিখাইল মুরিলো। ৩-১ ব্যবধানের জয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করল উরুগুয়ে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×