১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড


১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-আয়ারল্যান্ড

চলমান বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামছে ভারত ও আয়ারল্যান্ড। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপে সর্বশেষ দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ১৫ বছর পর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টি। নিউইয়র্কে বুধবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলতে নামবে দু’দল।

২০০৯ সালে ইংল্যান্ডের নটিংহামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। এরপর ছয়টি বিশ্বকাপ চলে গেলেও সংক্ষিপ্ত ভার্সনের মেগা ইভেন্টে দেখা হয়নি তাদের। অবশেষে বিশ্বকাপের নবম আসরে গ্রুপ পর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামবে ভারত-আয়ারল্যান্ড।
 
২০০৯ সালের বিশ্বকাপের পর তিন দফায় আয়ারল্যান্ড সফরে ৬টি টি-২০ খেলেছে ভারত। সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তাই আইরিশদের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে শতভাগ জয় আছে ভারতের। এবারও আয়ারল্যান্ডের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখার মিশন ভারতের। আজও ফেবারিট হিসেবেই মাঠে নামবে উপমহাদেশের দলটি।
 
২০০৯ থেকে সবগুলো বিশ্বকাপে খেলেছে আয়ারল্যান্ড। এরমধ্যে ২০২২ সালে সর্বশেষ আসরেই সবচেয়ে বেশি ৩ ম্যাচ জিতেছিল তারা। গ্রুপ পর্বে দুই ম্যাচ ও সুপার টুয়েলভে ১টি ম্যাচ জিতেছিল আইরিশরা। এরমধ্যে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে এবং সুপার টুয়েলভে ইংল্যান্ডকে বৃষ্টি আইনে ৫ রানে হারায় তারা। আগের বিশ্বকাপের সাফল্যকে এবার ছাড়িয়ে যাবার স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড।
 
 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×