হাঁটুর ইনজুরিতে আফগানিস্তান সিরিজ শেষ ইবাদতের


হাঁটুর ইনজুরিতে আফগানিস্তান সিরিজ শেষ ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ইবাদত হোসেন চৌধুরি। দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পাওয়া বাঁ হাঁটুর চোটে আফগানদের এই সফরে আর খেলা হবে না এই পেসারের।

বিসিবি সংবাদ বিবৃতিতে রবিবার (০৯ জুলাই) জানিয়েছে ইবাদতের ছিটকে যাওয়ার খবর। চোটের অবস্থা বুঝতে এমআরআই করানো হয়েছে। ফিজিও মুজাদ্দেজ আলফা বলেছেন, দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া সারবেন ইবাদত।
তিনি আরও জানান, এমআরআই রিপোর্ট থেকে জানা গেছে এটি তেমন কোনো গুরুতর চোট নয়। আমরা আশা করছি, দুই সপ্তাহের মধ্যে তিনি ঠিক হয়ে যাবেন। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য দলের সঙ্গেই থাকবেন তিনি।

গত শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলটি করতে গিয়ে বিপত্তিতে পড়েন ইবাদত। রান আপে ছুটে যাওয়ার সময় আম্পায়ারের সঙ্গে লেগে যায় তার ডান হাতের কনুই।

সঙ্গে সঙ্গে থমকে যান তিনি এবং ভারসাম্য হারিয়ে পড়ে যান পিচের ওপরেই। শুরুতে হাঁটুতে হাত দিয়ে বসে থাকেন। কিছুক্ষণ পর ফিজিওর পাশে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে মাঠ ছাড়েন তিনি।

সিরিজের প্রথম ম্যাচটিতে দলে ছিলেন না ইবাদত। দ্বিতীয়টিতে দলে ফিরে ৯.২ ওভারে ৬১ রান খরচায় নেন রহমত শাহর উইকেট।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×