রোনালদোর গোলে আল নাসরের জয়


রোনালদোর গোলে আল নাসরের জয়

বেশ কয়েকবার চেষ্টা করেও পাচ্ছিলেন না জালের দেখা। অবশেষে শেষ মুহূর্তে এসে কাটালেন হতাশা।

ক্রিস্টিয়ানো রোনালদোর এই গোলেই এএফসি চ্যাম্পিয়নস লিগে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। শেষ ষোলোর প্রথম লেগে স্বদেশি ক্লাব আল ফায়াকে ১-০ ব্যবধানে হারায় তারা।

আল ফায়ার বিপক্ষে এর আগে দুই ম্যাচ খেলে একটিতেও গোল পাননি রোনালদো। তৃতীয় ম্যাচে গোল না পাওয়ার দিকেও হাঁটছিলেন তিনি। কিন্তু প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ৮১তম মিনিটে মার্সেলো ব্রজোভিচের ফ্লিক থেকে দারুণ ভলিতে বছরে নিজের প্রথম গোলটি করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার আগে অবশ্য বেশকিছু সহজ সুযোগ নষ্ট করেন।

রোনালদোর এই গোলে অবশ্য ভাগ্যের হাত আছে বলে মনে করেন আল ফায়া কোচ। তিনি বলেন, ‘আল নাসরকে গোল করতে সাহায্য করেছিল ভাগ্য। ‘

সংবাদ সম্মেলনে রোনালদো অবশ্য চনমনেই ছিলেন। তিনি বলেন, ‘এই মৌসুমে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের উন্নতি করতে থাকব আমি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করব। ‘

ফিরতি লেগে আগামী বুধবার আল আওয়াল পার্কে মুখোমুখি হবে দুই দল।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×