বিশ্বকাপে হারের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন নেইমার


বিশ্বকাপে হারের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন নেইমার

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যায় ব্রাজিল। ক্রোয়েশিয়ার কাছে হারের পর টানা পাঁচ দিন কেঁদেছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘‌সেই ম্যাচের পর আমি টানা পাঁচ দিন কেঁদেছিলাম। এভাবে স্বপ্নভঙ্গ হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। গোল করে, গোল হজম করে টাইব্রেকারে গিয়ে হারাটা মেনে নেওয়া কঠিন।’

বিশ্বকাপে এমন ব্যর্থতার পর জাতীয় দল থেকে অবসরের কথাও ভেবেছিলেন নেইমার। তিনি যোগ করেন, ‘বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলে ফিরতে চাইনি। পরবর্তীতে নতুন করে ফের ভাবতে হয়েছে। আমি তো সাফল্যের জন্য ক্ষুধার্ত। আর সেজন্য ওই ভাবনা পাল্টাতে হয়েছে। বিশ্বকাপের পর আমি আর কষ্ট পেতে চাইনি।’

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারকে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত উল্লেখ করে নেইমার বলেন, ‘ক্রোয়েশিয়ার কাছে হার আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। আমার পাশে একজন কাঁদছিল, অন্যপাশে আরেকজন। ওই সময় পুরো দলের পরিবেশ খুব ভারী হয়ে উঠেছিল। আমি আর কখনো সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চাই না।’


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×