বিপিএলে সবচেয়ে বড় ছক্কা মাহমুদউল্লাহর


বিপিএলে সবচেয়ে বড় ছক্কা মাহমুদউল্লাহর

এবারের বিপিএলে খেলছেন ডজনখানেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। মাঠ মাতাচ্ছেন প্রবল পেশিশক্তির কয়েক গণ্ডা বিদেশি ব্যাটার। তবে তাদের ছাপিয়ে চলমান আসরে সবচেয়ে বড় ছক্কার তালিকায় উপরে বাংলাদেশি ক্রিকেটাররা।

 

সবার ওপরে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে সালাউদ্দিন সাকিলের একটি ডেলিভেরি গ্যালারিতে আছড়ে ফেলেন তিনি। সেই ছক্কা ছিল ১১৩ মিটার লম্বা। এর চেয়ে বড় ছক্কা এখনো দেখেনি বিপিএলের সপ্তম আসর।

 

আগের দিন সিলেট থান্ডারের বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংস খেলার পথে একটি বড় ছয় মারেন চট্টগ্রামের নুরুল হাসান সোহান। সেটি ছিল ১১০ মিটার লম্বা। তালিকার দুইয়ে আছে এটি। তিন নম্বরে রয়েছে খুলনা টাইগার্সের শামসুর রহমানের ১০৬ মিটার লম্বা ছক্কা।

 

যদিও এ হিসাবে ফাঁকফোকর আছে। এ বছর টুর্নামেন্ট শুরর দিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমানের বলে একটি বিশাল ছক্কা হাঁকান দাসুন শানাকা। কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়কের শট গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের শেষদিকে পড়ে বল চলে যায় মাঠের বাইরে। তবে সেই ছক্কার স্বীকৃত দূরত্ব নেই।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×