নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোয় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 


নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারানোয় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন 
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটিই নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের প্রথম জয়। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস টসে জিতে কিউদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের অপরাজিত ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×