নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ তামিমের
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৪৯ এম, ২৪ ডিসেম্বর ২০২৩
দরজায় কড়া নাড়ছে নতুন বছর। এখন আলোচনায় আছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও।
সেখানে কারা থাকবেন, কারা থাকবেন না এ নিয়ে আছে জল্পনা-কল্পনা। তবে আগামী বছরের চুক্তিতে না রাখার অনুরোধ জানিয়েছেন দেশসেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
সাম্প্রতিক সময়ে তামিমের অবসর নিয়ে আবার ফেরা, পরে অধিনায়কত্ব ছাড়া ও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বেশ আলোচনা ছিল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস রোববার নিশ্চিত করেছেন, ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তামিম নিজেকে না রাখার অনুরোধ করেছেন।
দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তামিমের। দেশের হয়ে ৭০ টি ওয়ানডে, ২৪৩ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যতের অনিশ্চয়তা আরও জোরালো হয়েছে।
ঢাকাওয়াচ/টিআর