এই পারফরম্যান্স আমার জন্য সত্যিই স্মরণীয়: মিরাজ


এই পারফরম্যান্স আমার জন্য সত্যিই স্মরণীয়: মিরাজ

ডেস্ক: ভারতের সঙ্গে অতীতে অনেক ম্যাচে জিততে জিততেও শেষপর্যন্ত হেরে গেছে বাংলাদেশ। রোববারও তেমনটি ঘটার উপক্রম হয়েছিল। নিশ্চিত জয়ের ম্যাচে ৮ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের দুয়ারে চলে যায় স্বাগতিকরা।

 

পরাজয়ের সেই শঙ্কা উড়িয়ে কঠিন চাপের মুখে শেষ উইকেটে পেস বোলার মোস্তাফিজকে সঙ্গে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জয় উপহার দেন মেহেদি হাসান মিরাজ।

 

দলের জয়ে ৩৯ বলে চারটি চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন মিরাজ। ১১ বল খেলে ১০ রানে অপরাজিত থাকেন মোস্তাফিজ।

 

খেলা শেষে উচ্ছ্বসিত মিরাজ বলেন, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। এই জয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। ব্যাটিংয়ের সময় মোস্তাফিজুর ও আমি শুধু ভেবেছিলাম যে আমাদের বিশ্বাস রাখা দরকার। আমি তাকে শান্ত থাকতে বলেছি এবং ২০ বল খেলতে বলেছি।

 

ম্যাচ সেরার পুরস্করা জেতা মিরাজ আরও বলেন, আমি সত্যিই বোলিং উপভোগ করছি। দুপুরের উইকেটটা একটু কঠিন ছিল এবং আমি বোলিং উপভোগ করেছি। এই পারফরম্যান্স আমার জন্য সত্যিই স্মরণীয়।


ঢাকাওয়াচ/স
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×