টরন্টোতে বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে মুক্ত আলোচনা
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ২৮ জানুয়ারী ২০২৫

টরন্টোর হোপ চার্চে পিডিআই কানাডা উদ্যোগে বাংলাদেশের সংবিধান নিয়ে মুক্ত আলোচনা সভা রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে মূল আলোচনা উত্থাপন করেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈকত রুশদী।
পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির জামান রাজু।
সংস্কার কমিশনের প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইনজীবী নুসরাত স্বাতী, সাবেক ছাত্রনেতা নাসির উদ দুজা, সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন, শ্রমিকনেতা শাহীন হাসান, কমিউনিটি নেতা ফকরুল ইসলাম চৌধুরী, তরুন সংগঠক ফাতিন ইশরাক, মাহির আসহাব, সংগঠনের নেতা বিদ্যুৎ রঞ্জন দে, সৌমেন সাহা।
সভায় আলোচকরা বলেন, ‘বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে প্রধানত শাসকের প্রয়োজনে।’
বক্তারা আশা করেন, এবার যদি সংশোধন করতে হয়, তা যেন বাংলাদেশের মানুষের জন্য হয় এবং নিশ্চিতভাবেই একটি নির্বাচিত সরকারকেই এই দ্বায়িত্ব পালন করতে হবে।
‘সংবিধান সংস্কার নিয়ে এই আলোচনা অব্যাহত থাকুক, মানুষের সুচিন্তিত মতামত নিয়েই সময় এবং দেশের প্রয়োজনে সংবিধান সংশোধিত হবে।’