জামায়াতের কার্যক্রম এরশাদের মতো: হান্নান মাসউদ


জামায়াতের কার্যক্রম এরশাদের মতো: হান্নান মাসউদ

জামায়াতে ইসলামী এখন জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মতোই অস্থির ও অনির্দিষ্ট অবস্থান নিচ্ছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

সম্প্রতি সময় টেলিভিশনের এক টকশোতে তিনি বলেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং অনুষ্ঠান শুরু হওয়ার সকাল পর্যন্ত জামায়াত নেতারা জানিয়েছিলেন, তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিন্তু স্বাক্ষর করবেন না। তাদের বক্তব্য ছিল, “পিআর ছাড়া স্বাক্ষর করবো না।” হান্নান মাসউদের মতে, এই ধরনের আচরণ একসময় এরশাদকেও করতে দেখা গেছে।

তিনি স্মরণ করিয়ে বলেন, “২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, দুপুরে বলতেন যাব না, আবার রাতে সিদ্ধান্ত বদলে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতেন। এখন জামায়াতের অবস্থানও ঠিক তেমনই—কথা ও কাজের কোনো মিল নেই।”

একটি গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে এনসিপি নেতা আরও বলেন, “স্বাক্ষর অনুষ্ঠানে আমরা জামায়াতের ওপর ভরসা রাখিনি। তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না, শুধু আইনি দিকটিই ছিল একমাত্র মিল।”

তিনি ব্যাখ্যা করে বলেন, “তারা জানিয়েছিল, আমরা তিন-চারটি দাবি দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা চুপক্কভাবে কোনো আদেশ চাই না; আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে সরাসরি চাই।”

হান্নান মাসউদ আরও বলেন, “১০৬ ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে। অথচ আমরা চুপ্পুদের (অঘোষিত উপদেষ্টা গোষ্ঠী) বিরুদ্ধে আন্দোলন করেছি; জুলাই আন্দোলনও ছিল তাদের বিরুদ্ধেই। সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয়, আর সেটি আমরা মেনে নিতে পারি না।”

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকা সংক্রান্ত কিছু নোট ও নির্দেশনা এসেছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ফলে এসব কার্যক্রমের ভিত্তিতে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

হান্নান মাসউদের মতে, “জামায়াতের রাজনৈতিক পদক্ষেপে স্বচ্ছতা ও দায়বদ্ধতা এখন সবচেয়ে জরুরি বিষয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×