চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার ১৪টি এলইডি স্ক্রিনে


চাকসু নির্বাচনে ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার ১৪টি এলইডি স্ক্রিনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হচ্ছে ১৪টি এলইডি স্ক্রিনে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফলও একই স্ক্রিনে লাইভ প্রদর্শিত হবে।

৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ডিজিটাল স্ক্রিনের ব্যবহার এক নতুন দৃষ্টিভঙ্গি এনেছে। ভোটাররা এক কেন্দ্রে বসে অন্য কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছেন। ভোট শেষে অনেক শিক্ষার্থী তাদের বন্ধুদের ভোট দেওয়ার দৃশ্য দেখতে এলইডি স্ক্রিনের দিকে আকৃষ্ট হচ্ছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন জানান, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। বড় স্ক্রিনের মাধ্যমে ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।”

এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় সংসদের জন্য ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের জন্য ৪৯৩ জন প্রার্থী লড়াই করছেন। ভোটার সংখ্যা রয়েছে ২৭,৫১৭ জন। ভোটগ্রহণ হচ্ছে ৫টি অনুষদে, ১৫টি কেন্দ্র এবং ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে। ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যালট পেপার ব্যবহৃত হচ্ছে এবং গণনা হচ্ছে ওএমআর মেশিনের মাধ্যমে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×