চাকসু নির্বাচন: দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিলো প্রশাসন


চাকসু নির্বাচন: দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিলো প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের জন্য ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে প্রশাসন কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া, শুধুমাত্র নির্বাচন কমিশনার কর্তৃক প্রদত্ত কার্ডধারী শিক্ষার্থীরাই ক্যাম্পাসে ঢুকতে পারছেন।

নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা জানান, নির্বাচনের শুরু থেকেই অনেকে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছেন, তবে প্রশাসন তাদের আটকে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ কাটাপাহাড় এলাকায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটক করা হয়েছে, যারা শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল।”

প্রবেশপথে নিরাপত্তা বলয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা সদস্যদের পাশাপাশি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরাও মোতায়েন রয়েছে।

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবার ভোট গ্রহণ সম্পূর্ণ ওএমআর ব্যালট পদ্ধতিতে করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র এবং ৬১টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে। ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে লড়াই করছেন ৪৯৩ প্রার্থী। মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১৬ জন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×