শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লাহর


শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

সচিবালয়ের উদ্দেশ্যে পূর্বঘোষিত লং মার্চের ঠিক আগমুহূর্তে শিক্ষক আন্দোলনে নতুন মোড়। বাড়িভাড়া বাড়ানোর দাবিতে শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকরা আজ দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা থাকলেও, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা আপাতত এই কর্মসূচি স্থগিত করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় এই লং মার্চ শুরু হওয়ার কথা থাকলেও, তার কিছুক্ষণ আগেই আন্দোলনকারী শিক্ষক সংগঠনের নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফোন কলের মাধ্যমে সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘এনসিপির নেতা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আমাকে মোবাইলে কল করে জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটি মিটিং চলছে। সেখানে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লংমার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।’

কল পাওয়ার পরপরই অধ্যক্ষ দেলোয়ার হোসেন আন্দোলনের মঞ্চে উপস্থিত শিক্ষকদের কাছে মাইকে এই বার্তা পৌঁছে দেন। তিনি জানান, দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ে চলমান আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×