‘শাপলা’ প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে


‘শাপলা’ প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে

নির্বাচন প্রতীক শাপলার জন্য নতুন দাবিদার হিসাবে নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে ‘বাংলাদেশ কংগ্রেস’ নামের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সোমবার এই দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ‘ডাব’ প্রতীকের পরিবর্তে শাপলা প্রতীক প্রদানের জন্য আবেদন করেন। দলটির দপ্তর সম্পাদক তুষার রহমান আবেদনপত্রটি কমিশনে জমা দেন।

২০১৯ সালের ৯ মে নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেসকে ৪৪ নম্বর দল হিসেবে ডাব প্রতীকে নিবন্ধন দেয়। ছয় বছর আগে নিবন্ধিত এই দলটি এলো এমন সময় যখন শাপলা প্রতীকের দাবিদার হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরব। তবে এনসিপি এখনও নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নয় এবং শাপলা প্রতীকটি জাতীয় প্রতীক হওয়ায় কমিশন জানিয়েছে এটি এনসিপিকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এনসিপি নিবন্ধনের অপেক্ষায় থাকা অবস্থায় এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তার টানাপোড়েনও চলছে। এছাড়া গত জুনে নাগরিক ঐক্য নামের সংগঠনও শাপলা বা দোয়েল পাখি প্রতীকের জন্য আবেদন করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘আমরাই শাপলা প্রতীকের প্রথম দাবিদার। এখন নির্বাচন কমিশন কাউকে এ প্রতীক বরাদ্দ দিলে প্রথমেই বাংলাদেশ কংগ্রেসকে দিতে হবে। এ জন্যই আমরা আবেদন করেছি।’

আবেদনপত্রে বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে। তবে ২০১৭ সালে যখন নিবন্ধনের জন্য আবেদন করা হয়, তখন নির্বাচন কমিশন জানায় শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। সেই নির্দেশনার পর দলটি ‘বই’ প্রতীক প্রস্তাব করেছিল, যদিও আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া দলীয় লোগো ও কাগজপত্রে তখনও শাপলার ছবি ব্যবহার করা হচ্ছিল। সেই সময়ে নিবন্ধন না পাওয়ায় দলটি আদালতের সাহায্য নেয়। আদালতের আদেশ অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×