বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: চরমোনাই পীর
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৭ পিএম, ১০ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকার বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার আয়োজিত ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করীম বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থিদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।”
তিনি আরও দাবি করেন, দীর্ঘ ৫৪ বছরের নির্বাচন ব্যবস্থায় যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা বন্ধ করতে হলে অনতিবিলম্বে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচন আয়োজন জরুরি। এই পদ্ধতির ওপর জাতীয় ঐক্যমত গঠনে ব্যর্থ হওয়ায় জনগণ বর্তমান সরকারকে ধিক্কার জানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
“বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ,” বলেন রেজাউল করীম।
সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম বলেন, “সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ।”
রেজাউল করীম আরও জানান, সামনের জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তির সঙ্গে ধর্মবিরোধী শক্তির মুখোমুখি লড়াই অনিবার্য হয়ে উঠেছে।